সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অঙ্গ সহযোগী সংগঠন যুবদলের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদের নামে তৈরিকৃত ব্যানারে বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান ‘শিক্ষা, শান্তি ও প্রগতি’ ব্যবহার করা হয়েছে। সেই ব্যানার খানসামা উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুর রহমান মুন্সির নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করার পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে।
এ ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ফেসবুকে প্রতিবাদ জানান। অপরদিকে, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সংবলিত ব্যানারে ছাত্রলীগের স্লোগান ব্যবহার করায় পোস্টদাতার কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা।