যুবদল নেতার ব্যানারে ছাত্রলীগের স্লোগান!

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অঙ্গ সহযোগী সংগঠন যুবদলের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদের নামে তৈরিকৃত ব্যানারে বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান ‘শিক্ষা, শান্তি ও প্রগতি’ ব্যবহার করা হয়েছে। সেই ব্যানার খানসামা উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুর রহমান মুন্সির নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করার পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে।

এ ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ফেসবুকে প্রতিবাদ জানান। অপরদিকে, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সংবলিত ব্যানারে ছাত্রলীগের স্লোগান ব্যবহার করায় পোস্টদাতার কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা।

শিরোনাম