যুবদল নেতাকে বাসায় না পেয়ে পিতাকে হত্যা!

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রাজধানীর ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মেহবুব মিজুকে বাসায় না পেয়ে তার বৃদ্ধ পিতা মো. মিল্লাত হোসেনকে (৬৭) পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় আজগর আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বুধবার রাত ১২টার পর রাজধানীর ওয়ারী থানার ৩৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় কমিশনারের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন নিহত মো. মিল্লাত হোসেনের ছেলে ফয়সাল মেহবুব মিজু। তবে পুলিশ বলছে, ওই ব্যক্তি স্ট্রোক করে পড়ে মাথায় আঘাত পেয়েছেন। আর এতেই তাঁর মৃত্যু হয়েছে।

শিরোনাম