আশুলিয়ায় অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ গেল ফার্ণিচার দোকোনের কর্মচারী লিখন

ধামরাই(ঢাকা) প্রতিনিধিঃ
ধামরাইয়ে অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ গেল ফার্ণিচার দোকোনের কর্মচারীর। এ নিয়ে ঐ পরিবারে বইছে শোকের মাতম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যার দিকে পলাশবাড়ীর গোছরারটেক ইস্টার্ন হাউজিং মাঠে মেহেদী নামের এক যুবককে কয়েকজন দুর্বৃত্ত মারধর করছিলো। এসময় ওই মাঠে বসে মোবাইল ব্যবহার করছিলো ফার্নিচার দোকানের কর্মচারী লিখন। অপরিচিত হলেও মেহেদীকে বাঁচাতে এগিয়ে যান লিখন। তখন মেহেদীর সঙ্গে লিখনকেও উপর্যুপরী কিল ঘুষি মারেন ওই দুর্বৃত্তরা। এক পর্যায়ে লিখন মাটিতে লুটিয়ে পড়ে। মারধরে মুখ থেকে রক্ত বের হতে শুরু করে লিখনের। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় হামলাকারীরা। লিখনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় আহত মেহেদী ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভিকটিমের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শিরোনাম