যুক্তরাষ্ট্রের পঞ্চাশোর্ধ নারী ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন ২৫ বছরের যুবককে

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
প্রেমের টানে সুদূর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ছুটে এসেছেন পঞ্চাশোর্ধ এক মার্কিন নাগরিক। শুধু তাই নয় নিজের বয়সের চেয়ে ৩০ বছরের ছোট এক যুবককে বিয়ে করতে হয়েছেন ধর্মান্তরিত।

খ্রিষ্টান ধর্মত্যাগ করে মুসলিম হয়ে গত সোমবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন সেন্ডোরা ব্রোক্সে ওরফে লামিয়া (৫৫)। বর তার চেয়ে অর্ধেকেরও কম বয়সী জামশেদ আলম রাজু (২৫)। এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।জামশেদ আলম রাজু ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সফরপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। সেন্ডোরা ব্রোক্সে ওরফে লামিয়া যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরের বাসিন্দা।

শিরোনাম