যাত্রাবাড়ীতে স্বামীর হাতে স্ত্রী ও শিশুপুত্র খুন

 

স্টাফ রিপোর্টার ঃঃ
রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় স্ত্রী ও দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো, রোমা আক্তার (২৭) ও শিশু রিশাদ। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে যাত্রাবাড়ী থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী-পুত্রকে হত্যার পর পালিয়েছে স্বামী আব্দুল অহিদ। সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অহিদ পারিবারিক কলহের জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। তবে অহিদ পলাতক আছে।

শিরোনাম