যশোরে স্বাধীনতা চত্বর দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ, সরিয়ে নিলেন বিএনপি নেতারা

যশোর প্রতিনিধিঃ
যশোরের বাঘারপাড়া উপজেলায় গুঁড়িয়ে দেওয়া স্বাধীনতা চত্বরের জায়গায় সম্প্রতি চারজন বিএনপির নেতা-কর্মী দোকানঘর তোলেন। বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ হওয়ায় ও বীর মুক্তিযোদ্ধাদের ক্ষোভের মুখে আজ সোমবার দোকানঘরগুলো সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে ৫ আগস্ট চিত্রা নদীর পাড়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে তৈরি করা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভেঙে গুঁড়িয়ে দেয় বিশৃঙ্খলাকারীরা। এর পরদিনই এ জায়গা দখল করে দোকান নির্মাণ করা হয়। বাঘারপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সদর উদ্দীন, তাঁর ফুফাতো ভাই বাঘারপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দাউদ হোসেন, বাঘারপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম ও বিএনপির কর্মী মহাসিন আলী ওই জায়গা দখলে নিয়ে এসব দোকানঘর নির্মাণ করেন।

শিরোনাম