ময়মনসিংহে স্বামীর হাতে গৃহবধু খুন

 

ময়মনসিংহ প্রতিনিধি ঃঃ

ময়মনসিংহে স্বামীর হাতে গৃহবধু খুন হয়েছে। জেলার ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা গ্রামে স্বামীর নির্যাতনে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ জুলাই) রাতে নুসরাত জাহান মিম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

জানা যায়, ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা গ্রামের মৃত আদম আলী মেম্বারের ছেলে সবুজ আহামেদের (২৫) সঙ্গে প্রায় দুই বছর আগে একই পৌরসভার গোদারিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার মেয়ে নুসরাত জাহান মিমের (২০) বিয়ে হয়। বিয়ের পর হতে উভয়ের বনিবনা হচ্ছিল না। আর এরই জের ধরে গৃহবধু খুন হন।।এ ব্যাপরে মামলা হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম