সংবাদ জমিন ডেস্কঃ
শনিবার( ৩০ জুলাই) জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি মানিকগঞ্জ জেলার ব্যবস্থাপনায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ জেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক, সাবেক জাতীয় ক্রীড়াবিদ, সাংবাদিক ও কলামিস্ট মো. আলতাফ হোসেন মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করায় স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা প্রশাসক,মানিকগঞ্জ। এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ড. রেজাউল করিম অধ্যক্ষ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান।
শুভেচ্ছান্তে রেবেকা জাহান, জেলা শিক্ষা অফিসার মানিকগঞ্জ। অনুষ্ঠান সঞ্চালন করেন আকলিমা বেগম আঁখি, বিদ্যালয় পরিদর্শক, মানিকগঞ্জ। উল্লেখ্য ২০১৮ সালেও তিনি মানিকগঞ্জ জেলার স্কাউট শিক্ষক হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।