মোশারফ করিমসহ ৪ অভিনেতার বিরুদ্ধে মানহানির মামলা

স্টাফ রিপোর্টার ঃঃ
মোশাররফ করিমসহ চার অভিনেতা ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে করা মানহানি মামলার তদন্ত শুরু করেছে পিবিআই। বুধবার বিষয়টি জানিছেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, পুলিশ পরিদর্শক মো. মতিউর রহমানকে গত ৯ই আগস্ট মামলার তদন্তভার দেয়া হয়েছে। ইতোমধ্যে তিনি তদন্ত শুরু করেছেন। তদন্ত শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন দাখিল করা হবে।

এর আগে গত ১৮ই জুলাই কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬নং আমলি আদালতে অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি বাদী হয়ে নাটকে মানহানির এ মামলা করেন। মামলায় ‘হাই প্রেসার’নাটকে অইনজীবিদের হেয় প্রতিপন্ন করে নাটক উপস্থাপন করার অভিযোগ আনা হয়।

শিরোনাম