মোবাইল ফোন না দেয়ায় প্রাণ দিলো আরো এক স্কুলছাত্র

 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্মাট মোবাইল ফোন না পেয়ে নবম শ্রেণীর এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গত বুধবার (২ জুন,২০২১) রাত সাড়ে নয়টার দিকে পরিবারের সদস্যদের উপর অভিমান করে আত্মহত্যা করেছে রানা মিয়া (১৫)। নিহত রানা মিয়া উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা (বজরেরখামার) এলাকার কৃষক নাসির উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন থেকে স্মাট মোবাইল ফোন বাবা, মা ও ভাইয়ের কাছে আবদার করে। কিন্তু পরিবারের সদস্যরা কিনে দিতে অক্ষম ছিল। সবার সম্মতিক্রমে লাশটি ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

 

শিরোনাম