মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধু না ফেরার দেশে
নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর আশকোনা এলাকার আশিয়ান সিটিতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে তিন বন্ধুর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি স্পিড ব্রেকারে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন বন্ধু হলো- জোনায়েদ, রবিউল ও ওমর ফারুক। তাদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
দক্ষিণখান থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, ওই তরুণরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময়ে দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই জোনায়েদ মারা যান। বাকি দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রবিউলের মৃত্যু হয়। আর ওমর ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিন বন্ধুর মধ্যে ওমর ফারুকের বাড়ি নারায়ণগঞ্জে, বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি সিদ্দিকুর।