মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, আহত ৩

স্টাফ রিপোর্টার ঃঃ
ঢাকার ডেমরায় মোটরসাইকেল নিয়ে দল বেঁধে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ডেমরার কোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাত দেড়টার দিকে চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মো. সোহেল নামে একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত সোহেলের বাবার নাম আজাদ মিয়া। ডেমরার সানারপাড় এলাকায় তাদের বাসা।

স্বজনদের বরাত দিয়ে পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সোহেলের ছোট ভাই পাভেলের বিয়ের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষে রাতে পাঁচটি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা ঘুরতে বের হয়েছিলেন। “কোনাপাড়ায় দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। তাতেই এ হতাহতের ঘটনা ঘটে।” সোহেলের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পরিদর্শক বাচ্চু।

শিরোনাম