মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে বাক প্রতিবন্ধী মাকে ধর্ষণ

 

কুমিল্লা প্রতিনিধি ঃঃ
কুমিল্লার তিতাসে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন মা। এ ঘটনার এক সপ্তাহ পর গতকাল দুপুরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে তিতাস থানায় মহসিন নামে একজনের বিরদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার রাজাপুর গ্রামে।

জানা যায়, গত ১৫ দিন আগে আমার বড় মেয়ের স্বামীর বাড়ি রাজাপুর গ্রামে ঘর মেরামতের কাজ চলছিল। মেয়েকে সহযোগিতা করার জন্য আমার স্ত্রীকে নিয়ে আসে। গত মঙ্গলবার সকালে আমার মেয়ে ও মেয়ের জামাই কাজে বাড়ির বাইরে যায়। এ সময় বাড়িতে একা পেয়ে রাজাপুর গ্রামের মৃত সোবহানের ছেলে মহসিন (৫০) আমার বোবা স্ত্রীকে ধর্ষণ করে।

এমন সময় আমার মেয়ে ফিরে এসে চিৎকার দেয় ও তার মোবাইলে ঘটনাটি ধারণ করলে মহসিন দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ জানায়, লম্পটকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম