নিজস্ব প্রতিনিধি ঃঃ
নোয়াখালীর বেগমগঞ্জে মেয়ের জামাইকে ডেকে নেয়ার ৩ ঘণ্টা পর হত্যা করে লাশ বাড়িতে পাঠানোর অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। তবে তাৎক্ষণিক পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি। নিহত যুবকের নাম মো. মোবারক হোসেন শাওন (১৮)। তিনি উপজেলার ১৪নং হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের চিরামবাড়ির শাহাব উদ্দিনের ছেলে। গত শনিবার বিকালের দিকে বেগমগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওইদিন রাত ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জানা যায়, শাওন উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের তাহেরা ট্রেডার্সের মালিক হাজী আব্দুল মালেকের দোকানে প্রায় ২ বছর ধরে চাকরি করে আসছিল। দুই মাস আগে জানতে পারি শাওনের সঙ্গে মালিক তার পালক মেয়েকে বিয়ে দেন। বিয়ের পর হতে মালিক শ্বশুরের সাথে জামাইর সম্পর্কের অবনতি ঘটে। এরপর ঘটনার দিন তাকে ফিল্মি স্টাইলে হত্যা করে। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ জানায়, ঘাতক শ্বশুরকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।