মেসির কারিশমায় আর্জেন্টিনা ফাইনালে

সংবাদ জমিন ডেস্কঃ
মেসির পায়ে এমন ফুটবল শৈলীই দেখতে চায় ভক্তরা। ৬৯তম মিনিটে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বল পায়ে কারিকুরি শেষে আলভারেজকে গোল বানিয়ে দেন মেসি।

সেমিফাইনালে আর্জেন্টিনা- ক্রোয়েশিয়ার ম্যাচে ৩৪তম মিনিটে মেসির গোলে লিড পায় আর্জেন্টিনা। এরপর ৩৭তম মিনিটে হুলিয়ান আলভারেজ বল পাঠান ক্রোয়েশিয়ার জালে। এতে ৩-০ তে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা । বিরকির পর ক্রোয়েশিয়া চাপ সৃষ্টি করলেও তা কোন কাজেই আসেনি। বরঞ্চ আর্জেন্টিনা আরো বেশ কয়েকটি গোলের সৃষ্টি করেছিল।

শিরোনাম