সংবাদ জমিন,স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপের মঞ্চে পা রাখার আগেই মেসিকে ট্রফি উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। কোপা জয়ের পর এই গোলরক্ষক বলেছিলেন মেসির জন্য জীবনও দিতে পারি আমরা। মার্টিনেজকে জীবন দিতে হয়নি। মাঠে অনবদ নৈপুণ্যেই মেসির হাতে সোনালি ট্রফি তুলে দিতে পেরেছেন এই গোলরক্ষক। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে এক গোল বাঁচান মার্টিনেজ। শেষে কোম্যানের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান। ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে এই বিশ্বকাপ তার পরিবারকে উৎসর্গ করে তিনি বলেন, ‘আমি খুবই দরিদ্র জায়গা থেকে এসেছি। যখন আমি তরুণ, ইংল্যান্ডে চলে যাই। আমি এই জয় আমার পরিবারকে উৎসর্গ করতে চাই।’
পুরো ম্যাচটা যেন এক রোলার কোস্টার! ম্যাচের গতি-প্রকৃতিই বোঝা দায় হয়ে দাঁড়িয়েছিল। একবার আর্জেন্টিনা গোল করে তো আরেকবার শোধ করে ফ্রান্স।