মেয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের

সিরাজগঞ্জ প্রতিনধিঃ
মেয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের।বাস থেকে নেমে সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রকাশ্যে মেয়ের ছুরিকাঘাতে ঝুমা কর্মকার (৪৮) নামে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ঝুমা কর্মকার বগুড়ার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী।

জানা যায়, দুপুরের দিকে শেরপুর হতে এস.আর ট্রাভেলস বাসে উঠে মা ঝুমা কর্মকার ও মেয়ে সিঁথি কর্মকার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পরে হঠাৎ চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় মেয়ে সিঁথি বাস থেকে নেমে পড়ে। একইসঙ্গে মেয়ের সঙ্গে মাও বাস থেকে নামে। মেয়ে বাস থেকে কেন নামলো এ কথা জিজ্ঞাসা করতেই মেয়ে সিঁথি তার ব্যাগ থেকে ছুরি বের করে মায়ের বুকের বাম পাশে আঘাত করে।হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, পুলিশ গিয়ে মেয়েটিকে আটক করে থানায় এনেছে।লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শিরোনাম