মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘটের কারণে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধিঃ
চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত মেট্রোরেল। তবুও চালু করা যাচ্ছে না মেট্রোরেল। খোদ মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের কারণেই মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ঢাকাবাসী।

সরকার পতনের পর ছয় দফা দাবিতে মেট্রোরেলের ১০ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ঘোষণা করেছেন। এসব দাবির মধ্যে তাদের বেতন বৃদ্ধি ও পদোন্নতির বিষয় রয়েছে। তাদের দাবি পূরণ না হলে অনিদিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ঘোষণাও দিয়েছেন। এতে জিম্মি হয়ে পড়েছেন মেট্রোরেলের যাত্রীরা। সড়কে যানজট আর ভোগান্তির মধ্যেই চলাচল করতে হচ্ছে রাজধানীবাসীর।

শিরোনাম