মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ছয় জন আহত হয়েছে।
গতকাল শনিবার দুপুর আড়াইটায় নাইম (২৮) নামে একজনের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড। সে গজারিয়ার নয়াকান্দি গ্রামের মোহন ভাণ্ডারির ছেলে। এর আগে ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গেই গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারির ছেলে অদুদ বেপারী (৩৫), সদরের চরঝাপটা এলাকার বাচ্চু সরকারের ছেলে মো. বাবুল সরকার (৩৮) নামে দু’জনের লাশ উদ্ধার করা হয়। সদরের জাজিরা এলাকার আবুল গাজীর ছেলে মাহমুদ গাজী নামে অন্য একজনের মৃতদেহ রাত ১টায় স্থানীয় জনগণ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করছে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ।