মৃত্যুর ৬দিন পর্যন্ত মাকে আগলে রাখল ছেলে !

নিজস্ব প্রতিনিধি ঃঃ
এক ছেলে তার মায়ের মরদেহ আগলে রেখেছিল বাড়িতে। একদিন নয়, দু’দিন নয়। টানা ছয়দিন। ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতায়। রাজ্যের দমদম কমলাপুরের বাসিন্দা দীপালি ভট্টাচার্য (৯০) ছয় দিন আগে বাড়িতে মারা যান। টের পায়নি কাকপক্ষীও। ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার দীপালির বাড়ির পাশ থেকে দুর্গন্ধ পান প্রতিবেশীরা। তাদের সন্দেহ হয়। তারা দীপালির পরিবারের একজনকে খবর দেন। যিনি সম্পর্কে দীপালির দেবর। তিনি এসে বিষয়টি দেখে হতবাক হয়ে যান। খবর দেন পুলিশে।

জানা যায়, দিপালী বয়সের ভারে কাবু হওয়ায় ক’দিন ধরে মানুষজনের সঙ্গে তেমন মিশতেন না। বাড়ির বাইরে বের হতেন না। তার আগে প্রতিবেশীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। মায়ের মৃতদেহ আগলে রাখার এমন ঘটনা রীতিমতো আলোড়ন তৈরি করেছে। কলকাতার রবিনসন স্ট্রিটে এমন ঘটনা নাকি প্রথম দেখা যায়। তারপর শহর থেকে জেলায় মরদেহ আগলে রাখার ঘটনা বারকয়েক সামনে এসেছে।

এসব ঘটনায় চলে চুলচেরা বিশ্লেষণ। কেন এমন আগলে রাখা! কেউ কেউ বলছেন, যিনি এভাবে মৃতদেহ আগলে রাখতে পারেন আর যাইহোক তিনি মানসিকভাবে স্বাভাবিক নন। জি নিউজের খবর অনুযায়ী, দমদম থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠায়। পাড়া প্রতিবেশীরা জানান, দীপালির ছেলে মানসিক ভারসাম্যহীন ছিলেন। ছেলে জানিয়েছে, ছয়দিন ধরে মায়ের মৃতদেহের সাথে থাকতেন তিনি।

শিরোনাম