মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সেই মেয়র পত্মী কানন পরপারে

 

সংবাদ জমিন রিপোর্ট ঃঃ
অবশেষে দীর্ঘ ৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে চিরতরে পরপারে চলে গেলেন মেয়র পত্নী কানন বেগম (৪০)। মুন্সীগঞ্জের মিরকাদিমের মেয়র আব্দুস সালামের বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিষ্ফোরণের ঘটনায় দগ্ধ মেয়রের স্ত্রী কানান বেগম (৪০) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

ঢাকা মেডিকেল হাসপাতালের পাশেই শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তাকে শুক্রবার অবস্থার অবনতি হলে ৭২ ঘন্টার জন্য লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। শনিবার (১০ এপ্রিল) বেলা আড়াইটার সময় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ মো: আবুবকর ছিদ্দিক ও মেয়র পুত্র মানিক।

মেয়র পত্নীর মৃত্যুতে পুরো মিরকাদিম পৌরসভায় শোকের ছাঁয়া নেমে এসেছে।মঙ্গলবার রাত ৮টার দিকে মেয়রের চারতলা বাসার তিন তলার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মেয়রের স্ত্রী ও চার জন কাউন্সিলরসহ আহত হন ১৪ জন। প্রশাসন গ্যাস লিকেজের মাধ্যমে ঘটনাটির উৎস নির্ধারণ করলেও আহত মেয়র আব্দুস সালাম এটা অস্বীকার করে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এটা গ্যাস লিকেজের ঘটনা ঘটেনি, ঘটেছে নাশকতার ঘটনা। এ ব্যাপারে আমি নিশ্চিত।

শিরোনাম