মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলায় সুজন নামে এক রংমিস্ত্রি হত্যার অভিযোগে স্ত্রী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার নয়াগাঁও গ্রামের পশ্চিমপাড়া এলাকায় গতকাল সকালে এ ঘটনা ঘটে। এই দম্পতির ৪ পুত্র সন্তান রয়েছে।
জানা যায়, গতকাল সকালে পশ্চিমপাড়া এলাকা থেকে সুজনের বোন আকলিমার কাছে ফোন আসে তার ভাই সুজন অসুস্থ। আকলিমা ভাইয়ের বাড়িতে গিয়ে দেখেন তার ভাই সুজন মারা গেছেন। সুজনের ভাড়া বাড়ি থেকে মৃতদেহ বোন আকলিমার বাড়িতে নেয়ার অনুরোধ করেন সুজনের স্ত্রী শায়লা ও শ্বশুর। এরপর সুজনের মৃতদেহ নিয়ে তার বোন শহরের ইদ্রাকপুরে চলে আসেন। আকলিমার বাড়িতে সুজনের আত্মীয়রা মৃতদেহ দাফনের জন্য প্রস্তুতি নিলে সুজনের গলায় এবং পিঠে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্বজনরা। পুলিশ এসে সুজনের স্ত্রী-সন্তান এবং শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করে।নিহতের পরিবার জানায়,পরকীয়া প্রেমের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। আর এরই জের ধরে স্ত্রীর হাতে স্বামী হত্যার শিকার হয়।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম বলেন, মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি আত্মহত্যাও হতে পারে বা শ্বাসরোধ করে হত্যাও হতে পারে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।