মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনায় ৮ জনের লাশ উদ্ধার হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালতলা-গৌরগঞ্জ খালের রসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত আরো ৬ জন। এদিকে আজ সকালে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করেছে জেলা প্রশাসন। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন শিশু ও ৪ নারীর লাশ রয়েছে।
জানা যায়, শনিবার দুপুরের পর সিরাজদিখান উপজেলার লতব্দি এলাকার ৪৬ জন শিশু-নারী, পুরুষ পদ্মা নদীতে ট্রলারে করে পিকনিকে যায়। রাত সাড়ে ৮টার দিকে ট্রলারটি লৌহজংয়ের রসকাঠি এলাকায় আসে। এ সময় বিপরীত দিক থেকে একটি বাল্কহেড বালু আনতে পদ্মা নদীর দিকে যাওয়া সময় ঐ পিকনিকের ট্রলারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।