সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ ধর্ষণ মামলার এক আসামি ছিনতাই হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের খৈয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত ৩ নারীকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব দেউলভোগ গ্রামের এক নারী গত ৯ই মার্চ পার্শ্ববর্তী খৈয়াগাঁও গ্রামের আ. সাত্তার (৫০) এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ এর আগে কয়েকবার চেষ্টা করে সাত্তারকে গ্রেপ্তার করতে পারেনি।
মঙ্গলবার সকালে সাত্তার বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই মুসান্না সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পরায়। এ সময় সাত্তার এসআই মুসান্নার হাতে কামড় দিয়ে ছুটে যায়। সঙ্গে সঙ্গে তাকে আটক করে বাড়ি থেকে নিয়ে আসতে চাইলে সাত্তারের স্ত্রী, ভাইয়ের স্ত্রী ও ছেলের শাশুড়ি ও বাড়ির লোকজনসহ প্রায় ১০-১২ জন মিলে এসআই মুসান্না ও তার সঙ্গীয় এক কনস্টেবলকে মারধর করে সাত্তারকে ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ব্যাপারে মামলা হয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।