মুন্সীগঞ্জে ঋণের চাপে দুই সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রাম থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানিয়েছেন, ঋণের চাপে দুই ছেলে-মেয়েকে বিষপান করিয়ে ফাঁসিতে ঝুলে মা আত্মহত্যা করেছেন।

মারা যাওয়া তিনজন হলেন- উপজেলার ইসলামপুর গ্রামের সৌদিপ্রবাসী অলি মিয়ার স্ত্রী সায়মা বেগম (৩৩), সায়মা-অলি দম্পতির মেয়ে ছাইমুনা আক্তার (১১) ও ছেলে মো. তাওহীদ (৮)। পুলিশ জানায় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম