মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যা,আটক-৩

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে স্কুল কমিটির নির্বাচনের দ্বন্দ্বে সুমন হালদার (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে,এই ঘটনায় কাউসার হাওলাদার (৪৫), মো. শেখেনুল হাওলাদার(৪৮), নূর হোসেন হাওলাদার (৪০)কে আটক করেছে পুলিশ। নিহত এইচ এম সুমন হালদার টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। পাঁচগাও গ্রামের প্রয়াত পিয়ার হোসেন হালদারের ছেলে। তিনি ২০২৩ সালের মার্চে পাঁচগাও ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্রকরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম