মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল ১জনের

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পারভেজ খান (২০) নামের একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও এক জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার ভোরে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় আধিপত্য নিয়ে ওই এলাকার আহম্মেদ গ্রুপ ও মামুন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। উভয়ই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত থেমে থেমে তাদের দুগ্রুপের মধ্যে সংর্ঘষ শুরু হয়। গোলাগুলি ও শতাধিক ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র পরিণত হয় চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রাম। এসময় উভয় পক্ষের বাড়িঘরে হামলা চালানো হয়েছে। হামলার সময় রাব্বি (১৯) ও পারভেজ নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিরোনাম