মুন্সিগঞ্জে পৌর মেয়র সালামের বাড়িতে বিস্ফোরণ : আহত ১৫

 

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মেয়র, তার স্ত্রী ও চার কাউন্সিলরসহ ১৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন৷ মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে৷

আহতদের অভিযোগ, দুর্বৃত্তদের বোমা হামলায় এ ঘটনা ঘটেছে৷ তবে বিস্ফোরণের সঠিক কারণ নিয়ে সন্দিহান পুলিশ ও ফায়ার সার্ভিস৷ গ্যাস থেকে বিস্ফোরণ কিনা তাও নিশ্চিত করে বলতে পারছেন না তারা৷ তবে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক রাত সাড়ে ১১টার দিকে সংবাদকে জানিয়েছেন, ঢাকা থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে৷

পুলিশ ও হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যমতে আহতরা হলেন: পৌর মেয়র আব্দুস সালাম (৫৫), তার স্ত্রী কানন বেগম (৪০), পৌরসভার প্যানেল মেয়র রহিম বাদশা (৪৫), মো. আওলাদ হোসেন (৪২), কাউন্সিলর দ্বীন ইসলাম (৪০), মো. মতাজুল ইসলাম (২৫), মো. মাইনুদ্দিন (৪৪), মোশারফ হোসেন (৪২), পান্না মিয়া (৫০), কালু মিয়া (৪০), মো. ইদ্রিস আলী (৫০), মাে.সোহেল (৫২), শ্যামল দাস (৪৫) ও মহিউদ্দিন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

ফায়ার স্টেশন জানায়,গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ নাকি বোমা হামলার ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ছবি-সংগৃহীত

শিরোনাম