মুখোমুখি লেবাননের হিজবুল্লাহ ও ইসরাইল

 

সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
শুক্রবার ইসরাইলে রকেট হামলার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত লেবানিজ জঙ্গি সংগঠন হিজবুল্লাহ। গত কয়েক বছরের মধ্যে এই প্রথম ইসরাইলে কোনো হামলা চালানোর দায় স্বীকার করলো সংগঠনটি।

নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইসরাইল ও ইরানের মধ্যে চলমান ছায়া-যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। হামলা চালানো হচ্ছে জল, স্থল, আকাশপথে। তারই অংশ হিসেবে হিজবুল্লাহর সঙ্গেও ইসরাইলের উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। বেড়ে চলেছে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা।

শিরোনাম