মিরসরাইয়ে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধিঃ
দ্রুতগামী বাসের ধাক্কায় চট্রগ্রামের মিরসরাইয়ে তিনজন মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুফিয়া রোডের ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,মিরসরাইয়ের ১৩নং মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপি’র সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)। স্থানীয় রতন বড়ুয়া জানান, মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার তিনজন মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডে একটি হোটেলে নাস্তা করতে যান। নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

শিরোনাম