স্টাফ রিপোর্টারঃ
রাজধানী মিরপুর দিয়াবাড়িতে এক পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে সিটি কলোনী এলাকায় এই ঘটনা ঘটে।
ওই পোশাকশ্রমিকের নাম মো. মিলন (২২)। সে দিয়াবাড়ি এলাকার মিতালী গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠানের পোশাকশ্রমিক। মিলন রংপুরের মিঠাপুকুর থানার আনারুলের ছেলে। দিয়াবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
নিহতের বন্ধু শাওন জানান, গতকাল রাতে আমাদের তিন ছোট ভাই মিরপুর সিটি কলোনি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ওই কলোনির কয়েকজন বখাটে ছেলে মিলে তাদের মারধর করে। তাদের কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। পরে বিষয়টি নিয়ে মিটমাট করার জন্য আমরা ১০-১২ জন যাই।
বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সূর্য নামে একজনসহ আরো কয়েকজন আমাদের ওপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মিলনসহ আরো দুই তিন জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে নিয়ে গেলে মিলনকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।