মিরপুরে জামায়াত ও বিএনপির লড়াই আহত-৩০

কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন আহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদরে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুড়াপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ার জন্য ইউনিয়ন

জামায়াতের আমীর ও স্থানীয় বিএনপি নেতা তাদের নাম জমা দেয়ার পর থেকেই এলাকায় বাড়তি উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় রোববার বিকালে দু’পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে জামায়াত নেতাদের দাবি, ইউনিয়ন জামায়াতের আমীর সভাপতি হওয়ার জন্য বিদ্যালয়ে তার নাম জমা দিলে স্থানীয় বিএনপি নেতা নাসির উদ্দিন তার নাম তুলে নেয়ার জন্য ব্যাপকভাবে চাপ প্রয়োগ করে আসছিল। যার পরিপ্রেক্ষিতে রোববার বিকালে জামায়াতের পক্ষ থেকে স্থানীয় বিএনপি’র সঙ্গে মীমাংসার জন্য একটি সভার আয়োজন করা হয়েছিল। এ সময় উক্ত পরিকল্পিতভাবে বিএনপি নেতা নাসিরের নেতৃত্বে হামলা চালায়। এতে জামায়াতের অন্তত ৪০-৫০ জন নেতাকর্মী আহত হয়।

শিরোনাম