নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুরে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা “চেতনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড” এর সভাপতি ও সাধারণ সম্পাদক’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
জানা গেছে, “চেতনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড” নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান ঢাকা মহানগরীর মিরপুর এলাকার আনুমানিক চার হাজার ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের প্রায় শতাধিক কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে যায়। এ ঘটনায় প্রায় চার হাজার গ্রাহক তাদের জমাকৃত টাকা ফেরত পেতে গত ০৯ অক্টোবর ২০২২ তারিখ প্রতিষ্ঠানটির মিরপুরস্থ অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রাথমিকভাবে জানা যায়, চার হাজার পরিবারের প্রায় শতাধিক কোটি টাকা আত্মসাৎ করেছে এ চক্রটি। ভুক্তভোগী গ্রাহকরা জানান, উচ্চ মুনাফার লোভ দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সঞ্চয়ী প্রকল্প, ডিপিএস, এফডিআর, পেনশন পলিসি, প্রজেক্ট, ফ্ল্যাট, ডায়াগনস্টিক, স্কুল, হোটেল ইত্যাদি দেখিয়ে তাদের কাছে থেকে লাখে প্রতি মাসে ১ থেকে ৩ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়। প্রথমে কিছুদিন ঠিকঠাক মতো লভ্যাংশ দিলেও পরে আর কোন লভ্যাংশ তো দিচ্ছেই না বরং মেয়াদ পূর্ণ হলেও আসল টাকা দিতেই নানা তালবাহানা শুরু করে। এর প্রেক্ষিতে ৫৬০ জন প্রতারিত ভুক্তভোগী “চেতনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড” এর কাছে আনুমানিক ২০/২৫ কোটি টাকা পাবে মর্মে র্যাব-৪ বরাবর লিখিত অভিযোগ দিয়ে। এসব অভিযোগের ভিত্তিতে উক্ত প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-৪ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।
সোমবার( ১০ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ১০ অক্টোবর ২০২২ তারিখ ভোরে মিরপুর থানাধীন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে প্রতারণার দায়ে “চেতনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড” এর সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো, ক। মোঃ জাকির হোসেন (৫৪), (সভাপতি), জেলা-গোপালগঞ্জ ও খ। মোঃ মশিউর রহমান (৪২), (সাধারণ সম্পাদক), জেলা-ঝালকাঠি।