কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের মিঠামইনে পরকীয়ার জেরে প্রতিপক্ষের হামলায় মো. আব্দুল মালেক (৩৬) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় পিতা-পুত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার রায়লা এবং মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের বাহেরচর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. হুমায়ুন (৩০), মো. ওসমান মিয়া (৬০), মো. সিরাজ মিয়া (৫৫) ও মো. নাদিফ মিয়া ওরফে নাদিম (২৩)। নিহত আব্দুল মালেক শান্তিপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। মিঠামইন থানার ওসি মো. আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, মালেকের স্ত্রী সাহেদা বেগমের (৩৫) সঙ্গে একই গ্রামের আব্দুল মালেকের পরকীয়ার সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরে সে সাহেদাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি স্বামীর সংসার ছেড়ে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এর জেরে গত ২৩শে জানুয়ারি সকালে স্থানীয় একটি বাজারে সাহেদাকে পেয়ে মালেক মারপিট করে। স্ত্রীকে মারপিটের বিষয়টি জানতে পেরে স্বামী আব্দুল মালেক প্রতিবাদ করে হামলার শিকার হন।আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আবারো তার উপর হামলা করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।