মালিকানা বিরোধ সৃষ্টি হওয়ায় ম্যারাডোনার ট্রফি বিক্রি স্থগিত করলো ফরাসি নিলাম ঘর

সংবাদ জমিন,স্পোর্টস ডেস্কঃ
ফুটবল কিংবদন্তি প্রয়াত দিয়েগো ম্যারাডোনার একটি ট্রফির নিলাম স্থগিত করেছে ফরাসি নিলাম ঘর আগুতেস। চলতি সপ্তাহে ট্রফিটির নিলাম করার কথা জানিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যদিও আদালতের রায়ে ট্রফিটি নিলাম করার ক্ষেত্রে কোনো বাধা নেই, তবে ম্যারাডোনার পরিবার ট্রফিটি চুরি হয়েছে বলে অভিযোগ করায় এর তদন্ত শুরু করেছে ফ্রান্সের বিচার বিভাগ। এতে কিছুটা জটিলতা তৈরি হওয়ায় আপাতত ট্রফিটির নিলাম স্থগিত করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

শিরোনাম