মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তেল ও গ্যাসের দাম কমানোর ঘোষণা দিলেন
সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
মুদ্রাস্ফীতি এবং পেট্রোলের উচ্চ দাম মোকাবেলায় আগেই আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ প্রচেষ্টার প্রতি জোর দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার আমেরিকাবাসীকে সুখবর দিলেন প্রেসিডেন্ট। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছেন যে তিনি অন্যান্য দেশের সাথে সমন্বয় করে অভ্যন্তরীণ সরবরাহ বাড়ানোর জন্য পেট্রোলিয়াম ভান্ডার থেকে ৫ কোটি ব্যারেল তেল ছাড়বেন ।এর জেরে সে দেশে জ্বালানির দাম কমবে বলে মনে করছেন অনেকে। পাশাপাশি, এতে বিশ্ব জুড়ে জ্বালানির দামেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে।
প্রেসিডেন্ট বলেছেন , হোয়াইট হাউস তেল এবং পেট্রোল কোম্পানিগুলির সম্ভাব্য অবৈধ আচরণেরও তদন্ত করছে। কেন তারা গ্যাসের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রাখছে সেদিকে নজর দেয়া হচ্ছে। টুইটারে বাইডেন লিখেছেন, ‘আমেরিকান পরিবারদের জন্য তেল এবং গ্যাসের দাম কমাতে পদক্ষেপের কথা আজ ঘোষণা করছি।