মার্কিন ও ন্যাটো সেনাদের সহায়তাকারী আফগানদের খুঁজছে তালেবান

 

সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ

আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে মার্কিন ও ন্যাটো সেনারা অবস্থানের সময় তাদের হয়ে কাজ করা আফগান নাগরিকদের হন্যে হয়ে খুঁজছে তালেবান। জাতিসংঘের একটি গোপন নথিতে এমন কথা উল্লেখ করা হয়েছে। এ খবর দিয়েছে বৃটিশ গণমাধ্যম বিবিসি। এ নথি তৈরি করেছে ‘নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিস’। সেই নথিই হাতে পেয়েছে বিবিসি।

এতে বলা হয়েছে, তালেবানের নিশানায় থাকা এই আফগানদের গ্রেপ্তার করা হচ্ছে কিংবা তাদের পরিবারের সদস্যদেরকে মেরে ফেলা বা গ্রেপ্তার করার হুমকি দেওয়া হচ্ছে। যদিও আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর বিদেশি বাহিনীদের সহায়তাকারী আফগানদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিল তালেবান। জাতিসংঘের গোপন নথি বলছে ভিন্ন কথা। বলা হচ্ছে, মার্কিন ও নেটো বাহিনীকে সহায়তাকারী আফগানদের তালিকা ধরে তাদেরকে খুঁজছে তালেবান যোদ্ধারা।

শিরোনাম