কেরানীগঞ্জ প্রতিনিধি ঃঃ
র্যাব বলেছে- রিসোর্টে নারীসহ আটকের ঘটনায় আলোচিত হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হকের একটি মাদরাসা রয়েছে ঢাকার কেরাণীগঞ্জের ঘাটারচরে। কওমী মাদরাসাটির নাম ‘তারবিয়াতুল উম্মাহ মাদরাসা’। ওই মাদরাসায় গোপন বৈঠক চলছিল, এমন তথ্য পেয়েই অভিযানে নেমে পড়ে র্যাব-২ এর একটি দল। কৌশলে মাদরাসার ভিতরে ঢুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি ইলিয়াস হামিদীকে।
এ অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানিয়েছে র্যাব। হেফাজতের এই নেতাকে গ্রেপ্তার করার পর মামলা দিয়ে আদালতে তোলা হলে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলাটি করা হয় সন্ত্রাসবিরোধী আইন। বুধবার (১৪ এপ্রিল) র্যাব-২ অপারেশন অফিসার এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, নাশকতার পরিকল্পনা, ধর্মীয় উগ্রবাদিতা ছড়ানো, ষড়যন্ত্র ও অপপ্রচার চালানোর অভিযোগে গত সোমবার রাতে কেরাণীগঞ্জের ঘাটারচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।