মামা-মামিকে ফাঁসাতে গিয়ে ভাগ্নে এখন শ্রীঘরে

স্টাফ রিপোর্টার ঃঃ
রাজশাহীতে বিরিয়ানির প্যাকেটে হেরোইন রেখে মামা-মামিকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন ভাগ্নে মো. বাঁধন হোসেন সৌরভ (১৯)। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর হড়গ্রাম কোর্ট স্টেশন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক সৌরভ নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার আরিফুল ইসলাম ইমনের ছেলে। আর হয়রানির শিকার তার মামা মো. বাবু (৩১) ও তার স্ত্রী লাইজু বেগম (২১) নগরীর হড়গ্রাম এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, বাবুর প্রথম স্ত্রী থাকার পরও লাইজু বেগম নামে আরেক নারীকে বিয়ে করায় রাগ হয় সৌরভের। মামাকে তিনি চাপ দেন লাইজুকে ছেড়ে দেয়ার জন্য। কিন্তু ভাগ্নের কথায় মামা কর্ণপাত না করায় ফাঁসানোর পরিকল্পনা করেন সৌরভ। আর এরই অংশ হিসেবে হড়গ্রাম কোর্ট স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা তার মামা-মামির হাতে ধরিয়ে দেন একটি বিরিয়ানির প্যাকেট। ওই প্যাকেটে ছিল ১০ গ্রাম হেরোইন।

এরপর পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে বুঝতে পারে ঘটনাটি সাজানো। পুলিশ মামা-মামিকে ছেড়ে ভাগ্নে সৌরভকে শ্রীঘরে পাঠায়। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম