নিজস্ব প্রতিনিধি ঃঃ
সিরাজগঞ্জের কামারখন্দে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুপাতো ভাই সাইদুল ইসলাম (৩২) মারা গেছেন। শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। নিহত সাইদুল ইসলাম কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বীর ভদ্রঘাট পশ্চিমপাড়ার ইয়াসিন আলীর ছেলে।
জানা যায়, ৬ ফেব্রুয়ারি বিকালে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বীর ভদ্রঘাট গ্রামে ইয়াসিন আলীর ছেলে সাইদুল ইসলাম (৩২) একই গ্রামের শান্ত সেখের ছেলে মামাতো ভাই আরমান আলীর জমি থেকে ঘাস কেটে তার ছাগলকে খাওয়ান। বিষয়টি আরমান আলী জানার পরে তার ফুফাতো ভাই সাইদুলের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এ ঘটনায় দু’জনের মধ্যে সংঘর্ষ বেধে গেলে মামাতো ভাই আরমান আলীর লাঠির আঘাতে গুরুতর আহত হয় সাইদুল ইসলাম।
এ সময় এলাকাবাসী সাইদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। পুলিশ জানায়, তুচ্ছ ঘটনার জের ধরে ঘটনাটি ঘটেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।