মানিকগঞ্জ-২ আসনের আওয়ামীলীগের সম্ভাব্য শক্তিশালী প্রার্থী টুটুল

সংবাদ জমিন রিপোর্টঃ
মানিকগঞ্জ-২(সিংগাইর,হরিরামপুর ও মানিকগঞ্জ জেলা সদরের আংশিক)আসনের আওয়ামীলীগের সম্ভাব্য শক্তিশালী প্রার্থী দেওয়ান সফিউল আরেফিন টুটুল।সভা-সমাবেশ করে নিজেকে বেশ ভাল ভাবেই জানান দিচ্ছেন।রীতিমত শো-ডাউন করছেন।

আওয়ামীলীগের দু’দুবারের সাবেক ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল হৃদয় জয় করেছেন তৃনমূল আওয়ামীরীগের।ব্যক্তি ইমেজ সম্পন্ন এ নেতা মাঠকাঁপানো এক সময়ের তারকা ফুটবলার।ছিলেন। বিসিবির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।।কেন্দ্রীয় নেতা নির্বাচিত হওয়ার পর তিনি মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগকে করেছিলেন শক্তিশালী। এ জন্য তাকে অনেক কাঠ-খর পোড়াতে হয়েছে।অতিক্রান্ত করতে হয়েছে গ্রুপিং রাজনীতি।শুধু আওয়ামীলীগ নয় সব দলের নেতা-কর্মীদের কাছেই তিনি জনপ্রিয়। ২০০১ সালের জাতীয় সংসদ সদস্য পদে তিনি নির্বাচন করে ৪ দলীয় ঐক্যজোটের শক্তিশালী প্রার্থী সামসুল ইসলাম খান নয়া মিয়ার বিপরীতে ভাল ফলাফল করেছিলেন।তারপরে জনপ্রিয় এ নেতাকে আর মনোনয়ন দেয়া হয়নি।

বিভিন্ন সভা-সমাবেশে তিনি বলছেন,তিনি মনোনয়ন পেলে মানিকগঞ্জ-২ আসনে বিজয়ী হয়ে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন।তার সমর্থক নেতা-কর্মীদের সাথে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে,তারা বলছেন তিনিই মনোনয়ন পাবেন এবং দ্বাদশ জাতীয় সংসদের এমপি হবেন।

শিরোনাম