মানিকগঞ্জ-১ আসনে আওয়ামীলীগ প্রার্থীরা দাপিয়ে বেড়ালেও মাঠছাড়া বিএনপি

কোহিনূর ইসলাম রাব্বিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে সম্ভাব্য আ’লীগ প্রার্থীরা দাপিয়ে বেড়ালেও মাঠে নেই বিএনপি।আ’লীগ প্রার্থীরা গণসংযোগ ও মনোনয়ন লবিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।অন্যদিকে বিএনপি প্রার্থীরা আন্দোলন,সংগ্রাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টালমাটাল মানিকগঞ্জ-১ আসন।

জানা গেছে,স্বাধীনতা পরবর্তী সময়ে বেশির ভাগ সময় বিএনপি ও জাতীয় পার্টির দখলে ছিল এ আসনটি।কিন্তু ২০০৮ সালের নির্বাচনে এ আসনটি বিএনপির হাতছাড়া হয়।যদিও এ আসনটি বিএনপির ভোট ব্যাংক অধ্যুষিত এলাকা হিসেবে চিহ্নিত। আগামী নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন,এমপি এএম নাঈমুর রহমান দুর্জয়,সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জজ কোর্টের পিপি এডভোকেট আবদুস সালাম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, শিবালয় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান জানু প্রমুখ।

অপরদিকে, এ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীরা আন্দোলন, সংগ্রাম নিয়েই ব্যতিব্যস্ত।তারা একদফা এক দাবি নিয়েই তাদের গলদঘর্ম পোহাতে হচ্ছে।বিএনপির সম্ভাব্য প্রার্থীদের আগামী নির্বাচন নিয়ে পদচারণা নেই বললে চলে।জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা ও সাধারণ সম্পাদক এসএ কবীর জিন্নাহ সংবাদ মাধ্যমকে জানান, আওয়ামীলীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না এটা দলীয় সিদ্ধান্ত। যার কারণে নির্বাচন নিয়ে এই মুহূর্তে তাদের কোনো মাথাব্যথা নেই।

শিরোনাম