মানিকগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী এসএম জাহিদের প্রচারপত্র ছিঁড়ে ফেলায় উত্তেজনা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এসএম জাহিদের পোষ্টার ছিড়ে ফেলেছে প্রতিপক্ষরা।ইতিমধ্যে উপজেলার চকমিরপুর ইউনিয়নের অন্তর্গত নিলুয়া, মান্দারতা, বানিয়াঘোনা এলাকা থেকে কয়েকটি ফেস্টুন কেটে ফেলে।ছঁড়ে ফেলেছে পোস্টার লিফলেট।

জানা গেছে,যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এস এম জাহিদের পক্ষ থেকে তার সমর্থক ও নেতা-কর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মানিকগঞ্জ-১ আসনের বিভিন্ন উপজেলায় ও প্রত্যান্ত এলাকায় শুভেচ্ছা পোষ্টার, ব্যানার, বিল বোর্ড ও প্ল্যাকার্ড লাগায়।সম্প্রতি রাতের আধাঁরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানের এসব পোষ্টার ছিঁড়ে ফেলায় জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেই সাথে উত্তেজনা বিরাজ করছে।এ ঘটনায় দৌলতপুর উপজেলার সাবেক ছাত্রলীগ সম্পাদক জুয়েল রানা বাদী হয়ে একটি অভিযোগ করেছেন।

শিরোনাম