মানিকগঞ্জ সদর উপজেলায় ধরাশায়ী হতে পারেন সাবেক মন্ত্রীর ভাই ইস্রাফিল
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর উপজেলায় ধরাশায়ী হতে পারেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সপনের ফুফাতো ভাই ও বর্তমান চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন। তিনি এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।অভিযোগ রয়েছে,মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করায় ইস্রফিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
কিন্তু এবার তাকে প্রতিদ্বন্দ্বিতা করেই তাকে বিজয়ী হতে হবে।ঘাম ঝড়াতে হবে তাকে।তার প্রতিপক্ষ প্রার্থীরা বেশ শক্তিশালী।তিনি ছাড়া অন্যসব শক্তিশালী প্রার্থীরা হচ্ছেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি এডভোকেট দীপক কুমার ঘোষ এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসিব উদ্দিন আহমেদ সেলিম,আবুল হোসেন ও রেজাউল করিম রাজা।