মানিকগঞ্জ বিএডিসি থেকে পাচার হওয়া ৪৭ টন সার ট্রাকসহ সাটুরিয়ায় ট্রাক জব্দ,আটক-২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ বিএডিসি থেকে পাচার হওয়া ৪৭ টন সারের সন্ধান মিলেছে।জেলার সাটুরিয়ায় সার বোঝাই ২টি ট্রাক জব্দ করেছে পুলিশ।এ ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে।

জানা গেছে, মানিকগঞ্জ বিএডিসি থেকে অবৈধভাবে ৪২৬ ব্যাগ ট্রিপল সুপার ফসফেট ও ৫২৩ ব্যাগ মিউরেট অব পটাশ সার পাচার হচ্ছিল গাজীপুরের কালিয়াকৈর এলাকার মেসার্স নারায়ন বণিক এবং মেসার্স বিঞ্চু এন্ড ব্রাদার্স সার বিক্রয় প্রতিষ্ঠানে। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী স্কেলে ওজন ট্যাক্স ফাঁকি দিতে সার বহনে বেছে নেয়া হয় ভায়া সাটুরিয়া সড়ক।সোমবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গোলড়া সড়ক থেকে সার বোঝাই দুইটি ট্রাকসহ দুই চালককে আটক করা হয়।আটককৃতরা হলো ট্রাকচালক আ: সালাম হোসেন (৪০।সে মাদারীপুরের কালকিনি এলাকার আ.রহমান শিকদারের পুত্র। অপরজন মানিকগঞ্জের কৃঞ্চপুর এলাকার বিশু বেপারীর পুত্র বাদল মিয়া (৪৫)।

ওসি সুকুমার বিশ্বাস বলেন, আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর সাথে জড়িত বাকীদেরকেও গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম