সংবাদ জমিন ডেস্ক ঃঃ
মানিকগঞ্জ জেলা সদর পুলিশ প্রশাসনের সাফল্য ! এক অনন্য দৃষ্টান্ত ! পুলিশ প্রশাসনের ভাবমূর্তিকে ক্রমেই উজ্জ্বল করছে এসব সাফল্য, দৃষ্টান্ত মূলক কাজ। পুলিশকে নিয়ে আগে যতটা নেতিবাচক ধারণা মানষের ছিল এখন আর তেমনটি নেই। দিনকে দিন পুলিশকে নিয়ে ইতিবাচক ধারণা মানুষের মধ্যে ক্রমশ বাড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আনুমানিক একমাস আগে “হৃদয়ে মানিকগঞ্জ” গ্রুপের সক্রিয় মডারেটর মোঃ শরিফ হোসেনের একটি স্মার্ট মোবাইল হারিয়ে যায়। এ ব্যাপারে শরিফ হোসেন মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
পুলিশ বিষয়টিকে গুরুত্বের সাথে গ্রহণ করে। মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা( পিপিএম) এর নির্দেশে ও এসআই রিপন দাশের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। অবশেষে পুলিশ মোবাইলটি উদ্ধার উদ্ধার করতে সমর্থ্য হন। ২৬ জুলাই, ২০২১ইং তারিখে শরিফের নিকট ঐ মোবাইলটি হস্তান্তর করা হয়।
শরিফ জানান, আমি পুলিশের এহেন ভূমিকায় দারুণ খুশি, আর আমরা নাগরিক সমাজ এমনটাই পুলিশের কাছ থেকে প্রত্যাশা করি।