মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি রিতা ও সাধারণ সম্পাদক জিন্নাহকে আসামী করে মামলা
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা ও সাধারণ সম্পাদক এসএ কবীর জিন্নাহকে আসামী করে ৪ শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।চলমান আন্দোলনকে গতিরোধ করতেই বিএনপির বিরুদ্ধে এহেন মামলা বলে জেলার নেতৃবৃন্দরা সংবাদ জমিনকে অবগত করেন।।
জানা গেছে, মানিকগঞ্জ তরা এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনায় মামলাসহ মোট ৫ টি মামলায় এদের আসামী করা হয়েছে।মামলায় অজ্ঞাত আসামীও করা হয়েছে।মামলায় রাজনৈতিক নেতাদের আসামী ছাড়াও আসামী করা হয়েছে ২ট সিএনজি স্টেশনের মালিককে। মানিকগঞ্জ সদর থানার ওসি আবদুর রউফ সরকার জানান, হরতাল,অবরোধের নামে নাশকতা করায় এসব মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।