নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ চেয়ারম্যান প্রার্থীর সিংগাইরে পরাজয় নিয়ে তোলপাড় চলছে। দলের মধ্যে চলছে নানামুখী আরোচনা।
জানা গেছে,গেল জেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জে আওয়ামীলীগের ভোটের ফলাফল ভয়াবহ বিপর্যয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে চরম উত্তেজনা ও পরস্পর বিরোধী বক্তব্য। প্রাপ্ত ভোটের হিসেবে দেখা যায়, অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের বড় বিপর্যয় ঘটেছে এমপি মমতাজের সিংগাইর উপজেলায়। সেখানে আ.লীগ প্রার্থী আনারস প্রতীকে পেয়েছেন মাত্র ৩৮ ভোট। অপরদিকে, চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ১১৭ ভোট। এর আগের বার জেলা পরিষদ নির্বাচনেও সিংগাইর উপজেলায় আ.লীগ প্রার্থীর পরাজয় ঘটেছিল। এ বছর মানিকগঞ্জ-১ আসনে বেশী ভোট পেয়ে অল্পের জন্য পরাজয় থেকে রক্ষা পেল আওয়ামীলীগ প্রার্থী গোলাম মহিউদ্দিন।
এদিকে কি কারণে গোলাম মহিউদ্দিন সিংগাইর উপজেলায় পরাজিত হলেন,তার কারণ জানা যায়নি।