মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায়, মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক এসআই মোঃ নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে মানিকগঞ্জ ডিবি এর একটি চৌকশ অভিযানিক দল এসআই মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে সাটুরিয়া থানাধীন ফুকুরহাটি সাকিনস্থ সাটুরিয়াগামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে জনৈক মজিদের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১। আব্দুস সালাম (৩৯),২। মোঃ আলী আকবর (২৫), ৩। মোঃ রিপন হোসেন (৩০)- দেরকে ৩০০ গ্রাম গাঁজাসহ মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) ২১.৩০ ঘটিকায় হাতেনাতে গ্রেফতার করে।
এদিকে অপর একটি আভিযানিক দল এসআই সোহেল রানা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে সাটুরিয়া থানাধীন পাড়তিল্লী বাজার সাকিনস্থ মা ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর হতে আল আমিন মিয়া (২৮)কে ২০০ গ্রাম গাঁজাসহ মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) ২৩.০৫ ঘটিকায় হাতেনাতে গ্রেফতার করেন।