মানিকগঞ্জ ও সিংগাইরে মাদকসহ ২ মাদক কারবারি পাকড়াও

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে পৃথক অভিযানে ১ শত পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে পাকড়াও করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃতরা হলো,মানিকগঞ্জ সদর থানার উত্তর সেওতা গ্রামের মৃত ইসলাম উদ্দিন আহাম্মদের ছেলে বোরহান উদ্দিন আহাম্মদ(৫০) ও কুষ্টিয়া জেলার কুমারখালী থানার নগর সেওতা গ্রামের মৃত আবু তালেবের ছেলে মোঃ হেলাল আহম্মেদ(৪৪)।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদরের সেওতা ও রাতে সিংগাইর উপজেলার ধল্লা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়,এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শিরোনাম